ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে উপজেলার ১০ নং মঠবাড়ি ইউনিয়ন এর নিকাহ্ রেজিস্ট্রার ও কাজী অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
পোড়াবাড়ি নতুন বাজারে নিকাহ্ রেজিস্ট্রার ও কাজী অফিসের শুভ উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ ৭ (ত্রিশাল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সন্পকিত সংসদীয় স্থায়ীকমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম শুভা মিয়া আকন্দ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল,পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছিদুল আমিন,১০ নং মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহিদ সোহেল, সাধারণ সস্পাদক তাজুল ইসলাম প্রমুখ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ