ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ল্যাবরেটরী স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধা পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২(নভেম্বর) বুধবার সকালে উপজেলা প্রশাসন ল্যাবরেটরী স্কুলের আয়োজনে উপজেলা প্রশাসন ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক এ.টি. এম. শিহাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, ত্রিশাল উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক অধ্যাপক খবিরুজ্জামান, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ।
এফআর/অননিউজ