ময়মনসিংহ ১৫২ ত্রিশাল -৭ আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এবি.এম আনিছুজ্জামান আনিছকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে ত্রিশাল প্রেসক্লাবেএ সংবর্ধনা দেওয়া হয়। ত্রিশাল প্রেস ক্লাবের আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ-সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান।
এসময় ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল ৭- আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এবি.এম আনিছুজ্জামান আনিছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বী, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আ. ন. ম ফারুক, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার প্রমুখ।
এফআর/অননিউজ