থাইল্যান্ডের ব্যাংককে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিমান দুর্ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকর্মীরা। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ব্যাংককের বিমানবন্দর থেকে উড্ডয়নের একটু পরই বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। খাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে সাতজন যাত্রী-ক্রু এবং দুজন পাইলট ছিলেন। দুজনই থাই পাইলট, যাত্রীদের মধ্যে চীনের পাঁচজন এবং থাইল্যান্ডের দুজন।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24