থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ব্যাংকক যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করার সময় তিনি এ তথ্য জানান।
হাছান মাহমুদ বলেন, বিমসটেক মন্ত্রী পর্যায়ের সভায় যে আলোচনা হয়েছে, যে ঐকমত্যে আমরা পৌঁছেছি সেটি হচ্ছে- সেপ্টেম্বর মাসের ৪ তারিখে বিমসটেক সম্মেলন হবে। ওই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিমসটেক সদস্য দেশগুলোর সরকারপ্রধানরা যোগদান করবেন।
তিনি বলেন, আমরা বিমসটেকের আগামী চেয়ারম্যান হবো। বিমসটেক শীর্ষ সম্মেলনের পর নতুন চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করবো। সেজন্য এ বৈঠক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরকালে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, চীন সফর নিয়ে আমাদের মাঝে কোনও আলোচনা হয়নি।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24