থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে আগামী ২৪ থেকে ২৯ এপ্রিল ব্যাংকক সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ নিয়ে বিবৃতিতে জানানো হয়, ২৬ এপ্রিল শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন থাই প্রধানমন্ত্রী। একইদিন স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। সাক্ষাৎ করবেন দেশটির রাজা ও রানীর সঙ্গে।
এছাড়া ইউএনস্ক্যাপের কমিশনের ৮০তম অধিবেশনেও যোগ দেয়ার কথা রয়েছে শেখ হাসিনার। আশা করা হচ্ছে, এ সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।
একইদিন জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল এবং ইউএনস্ক্যাপের এশিয়া ও প্যাসিফিকের নির্বাহী সচিব আরমিদা সালসিয়াহ আলিসজাবানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় সফর হবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বাংলাদেশ থেকে থাইল্যান্ডে সরকারপ্রধান পর্যায়ের প্রথম সফর। এ সফর বাংলাদেশ ও থাইল্যান্ড উভয়ের জন্যই তাৎপর্যপূর্ণ। কারণ এটি দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে।
সূত্র ; একুশে টেলিভিশন
এফআর/অননিউজ