​দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি ঢাকা কর্তৃক মুরাদনগরে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান ৩০০ রোগীকে ওষুধ ও ৭০ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ

সাজ্জাদ হোসেন, ​মুরাদনগর (কুমিল্লা):

মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি, ঢাকা কর্তৃক মুরাদনগরে সফলভাবে একটি ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হলো। ‘চক্ষু শিবির বাস্তবায়ন কার্যক্রম-২০২৫’-এর আওতায় এই জনকল্যাণমূলক উদ্যোগটি গ্রহণ করা হয়।

গত ২৪ অক্টোবর ২০২৫ইং, শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পায়ব হাজী আবদুল গণি উচ্চ বিদ্যালয় মাঠে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

শিবিরে চিকিৎসা ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে কুমিল্লা চক্ষু হাসপাতাল (বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতির একটি প্রতিষ্ঠান)।

দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি, ঢাকার সভাপতি ইন্জিনিয়ার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েট প্রফেসর ডঃ ইন্জিনিয়ার এম কে আহসান। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক খান।

এই চক্ষু শিবিরে মোট ৩০০ জন রোগীকে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এদের মধ্যে চোখের ছানি (Cataract) জনিত জটিলতায় ভোগা ৭০ জন রোগীকে চিহ্নিত করা হয়। এই ৭০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য কুমিল্লা চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

শিবির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, সহ-সভাপতি ডা: এ এফ এম কামাল উদ্দিন সেলিম, মোঃ কায়কোবাদ হোসেন, মোঃ বদিউল আলম লিটন, যুগ্ম সম্পাদক এ কে এম সিরাজুল ইসলাম কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল খান সামস ও ইন্জিনিয়ার মোঃ মোতাহার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

​সমিতির এই উদ্যোগটি এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

আরো দেখুনঃ