কুমিল্লার দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত আনন্দঘন পরিবেশে প্রায় পাঁচ শতাধিক চোখের রোগীকে শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ বিতরণ এবং ছানী অপারেশনের জন্য ৫৭ জন রোগীকে কুমিল্লার চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্ধ কল্যাণ সমিতির অভিজ্ঞ ডাক্তারদের সার্বিক তত্তাবধানে সকালে চক্ষু শিবির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক খান। এ সময় তিনি সমিতির সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোতাহার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রহিম মোল্লা, সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রমিজ উদ্দিন সরকার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সমাজ সেবক আবুল হোসেন মাস্টার, সমিতির নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা হাজী আবুল কাশেম, আজীবন সদস্য সফিউল্লাহ সরকার, গনছায়া সমাজ সেবা সংসদের সভাপতি মোস্তফা কামাল, প্রজন্ম পরিষদের সভাপতি সুজন সরকার, হাজী মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সমাজসেবক দেলোয়ার হোসেন, কামাল উদ্দিন খন্দকার, ইউনুস মুন্সী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, সমিতির সাংগঠনিক সম্পাদক কায়কোবাদ হোসেন, প্রচার সম্পাদক এম এ কাইয়ুম হোসেন ভুইয়া, সহ-প্রচার সম্পাদক শাহাদাত হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজালাল হোসেন সামস, নির্বাহী সদস্য নেছার উদ্দিন দুলাল, আব্দুল মান্নান সরকার ও ইয়াছিন মোল্লা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, কাজিয়াতল দাখিল মাদরাসার সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি দীর্ঘদিন যাবত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে আসছে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা ও উপকরণ বিতরণসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে উক্ত সমিতি ব্যাপক সুনাম অর্জন করছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com