দলবদলের রেকর্ডবুকে সৌদি ক্লাব আল হিলাল

দলবদলে রেকর্ডবুকে নাম লিখিয়েছে সৌদি আরব। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ফরাসি জায়ান্ট পিএসজিকে পেছনে ফেলে ট্রান্সফার মার্কেটের খরচের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটির ক্লাব আল হিলাল। এবারের দলবদলে ১৭ কোটি ৬৬ লাখ ইউরো করেছে ক্লাবটি। ২১ কোটি ১৭ লাখ উইরো খরচ করে শীর্ষে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ রানার্সআপ আর্সেনাল।

শীতকালীন দলবদলে পর্তুগিজ সুপারস্টার রোনলদোকে দলে ভিড়িয়ে উত্থান জানান দেয় সৌদির আরব। এরপর মেসির দিকেও হাত বাড়ায় তারা। সৌদি ক্লাবগুলোকে তখনও ইউরোপের জন্য হুমকি মনে হয়নি। তবে পরিস্থিতি বদলাতে শুরু করে গ্রীষ্মকালীন দলবদলে।

একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারকে সাইনিং করিয়ে দলবদলের বাজারকে রীতিমতো ওলট-পালট করে দিয়েছে সৌদি ক্লাবগুলো।

করিম বেনজেমা, রিয়াদ মাহরেজ, জর্ডান হেন্ডারসন, এন’গোলে কান্তে ফুটবল সমর্থকদের কাছে পরিচিত মুখ। গেল বছরও ইরোপিয়ান ফুটবলে মাঠ মাতিয়েছেন তারা। তবে পেট্রো ডলারের লোভনীয় প্রস্তাবে হার মেনেছেন তারা। মোটা অঙ্কের বেতনে সবাই পারি জমিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে।

খেলোয়াড় কেনাবেচায় উপরের দিকে জায়গা করে নিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। ১৭ কোটি ৬৬ লাখ ইউরো খরচ করে দ্বিতীয় অবস্থানে আছে তারা। ২১ কোটি ১৭ লাখ ইউরো খরচ করে শীর্ষে ইংলিশ ক্লাব আর্সেনাল। তিন নম্বরে ফরাসি ক্লাব পিএসজি। তালিকার চার ও পাঁচ নম্বরটা রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যামের।

দলবদল শেষ হতে হতে এ তালিকায় সৌদি ক্লাবগুলোর দাপট আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। এরইমধ্যে এমবাপ্পেকে ৩শ’ মিলিয়নের প্রস্তাব দিয়ে রেখেছে আল হিলাল। তবে এই প্রস্তাব প্রথম অবস্থায় ফিরিয়ে দিয়েছেন ফরাসি নাম্বার টেন। শেষ পর্যন্ত চোখ ধাঁধানো এই প্রস্তাবে রাজি হলে দলবদলের রাজত্ব সবটাই চলে যাবে সৌদিদের হাতে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ