দলীয় মনোনয়নে নির্বাচন করবেন হিরো আলম

অনলাইন ডেস্ক।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে একটি দলের হয়ে অংশগ্রহণের কথা জানিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। শনিবার (২৫ নভেম্বর) রাতে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

হিরো আলম বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। আলোচিত-সমালোচিত এই ইউটিউবার আগে একাধিকবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচনের সময় কারচুপির অভিযোগও তুলেছিলেন।

হিরো আলম বলেন, নির্বাচন করার জন্য মনোনয়নপত্র তোলা হয়েছে। বগুড়া থেকে নির্বাচন করব। ৩০ তারিখে মনোনয়ন জমা দেব। কোন দল থেকে মনোনয়ন নিয়েছি তা আগামী ৩০ তারিখে দেশে এসে আপনাদের জানাব।

কোন দল বা কোন আসন থেকে তিনি নির্বাচন করছেন তা বলতে চাননি। তবে হিরো আলমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে নির্বাচন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ