দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল ৩৮৩ রানের জবাবে শুরু থেকেই ধসে পড়তে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে হারের পর পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশের অবস্থান। টাইগারদের লজ্জাজনক হারের পর থেকে সোশ্যালে ক্রিকেট নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর সকল শ্রেণি-পেশার মানুষ।
সেই তালিকায় যুক্ত হলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খানও। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেকটা খোঁচা মেরেই এক স্ট্যাটাস দিয়েছেন।
বুধবার (২৫ অক্টোবর) ফেসবুক ভেরিফায়েড পেজে লাল-সবুজের জার্সি পরা নিজের কয়েকটি ছবি পোস্ট করেন জায়েদ খান। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘মাঠে আমারই যেতে হবে।’ এমন কথার দ্বারা তিনি ক্রিকেটারদের চেয়ে নিজেকেই খেলায় বেশি পারদর্শী বলে বোঝাতে চেয়েছেন বলে ধারণা নেটিজেনদের!
এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক এই সাধারণ সম্পাদকের সোশ্যালে ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে এমন ঘোষণায় হাস্যরসাত্মক শুরু করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, আপনাকে ছাড়া সেমিতে উঠার কোনো সম্ভাবনা নেই। আবার একজন প্রশ্ন করেছেন, কবে যাচ্ছেন?
এ নায়ক কয়েকদিন আগেই জানিয়েছিলেন, একসময় ভালো ক্রিকেট খেলতেন তিনি। পেস বোলার ছিলেন। ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে ঢাকা শহরে এসেছিলেন। যদিও পরবর্তীতে হয়ে উঠেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক।
সূত্র : বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম
এফআর/অননিউজ