কুমিল্লার দাউদকান্দিতে বনায়ন কর্মসূচীর অংশ হিসেবে আশ্রায়ণ প্রকল্পে উপকারভোগীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে দাউদকান্দি দোনার চর গ্রামে আাশ্রায়ণ প্রকল্পে বসবাসরত উপকারভোগীরা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে সারিবদ্ধভাবে এ সব চারা সংগ্রহ করেন। এ সময় দোনার চর,সদর উত্তর ইউনিয়নের গোলাপের চর, ও চর চারুয়া গ্রামের আাশ্রায়ণ প্রকল্পে ১৬০ টি পরিবারের মাঝে চারা বিতরন করা হয়। এর আগে এ তিনটি প্রকল্পে সড়কের পাশে বনজ চারা রোপন করা হয়েছে। গাছ পেয়ে উচ্ছসিতরা বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান আশ্রায়ণ প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের সব সময় নানামুখী সহায়তা করেন। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চারা বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় কাউন্সিলর সালাউদ্দিন, সাংবাদিকসহ আরো অনেকেই।
এসকেডি/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com