কুমিল্লার দাউদকান্দিতে দুই বাসযাত্রীর শরীর কাছ থেকে ১২শ’ পিচ ইয়াবা উদ্ধার করেছ হাইওয়ে পুলিশ। রবিবারের এই অভিযানে দুই বাসযাত্রীকেও গ্রেফতার করা হয়।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, দাউদকান্দি হাইওয়ে থানার টিএসআই মোঃ কামাল হোসেন দাউদকান্দি মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড নামকস্থানে ঢাকামুখী লেনে সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-২৫১১) যাত্রী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খটিয়াভাঙ্গা গ্রামের মোঃ ইছহাক (৩৮) ও কেউদিয়া গ্রামের আব্দুল্লাহর দেহ তল্লাশি করে ১২০০ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য তিন লক্ষ ষাট হাজার টাকা। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।