দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংর্ঘষে আহত ১০

কুমিল্লা প্রতিনিধি ।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর উপরে একটি বালু ভর্তি ট্রাকের পেছনে লক্ষিপুরের রায়পুরগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দশজন আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহতদের স্থানীয় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ এতে মহাসড়কের দাউদকান্দির টোলপ্লাজা থেকে ভাটেরচর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

দাউদকান্দি মডেল থানা ও হাইওয়ে পুলিশ দুপুর ১টার দিকে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি রেকারের সাহায্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে৷ এ সময়ে যানজটে শতাধিক যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে। মহাসড়কে যানজট লাগার কারণে যানবাহন ধীর গতিতে চলছে। এতে যাত্রীরা সীমাহীন ‍দুর্ভোগ পোহাচ্ছে। এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় যানবাহন চলাচলের গতি স্বাভাবিক করা হয় ৷

শান্ত/অননিউজ

আরো দেখুনঃ