দাউদকান্দির গৌরীপুরে হত দরিদ্রদের ১০ টাকা কেজি চাউল পাচারকালে ৬ বস্তা চাউল আটক করেছে স্থানীয় লোকজন। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭ টায় চাউল আটক করা হয়।
জানা যায়, সরকারের খাদ্য অধিদপ্তর অনুমোদিত ডিলার মেসার্স বশির এন্টারপ্রাইজ এর ডিলার ও গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ বশির আহমেদ শ্রাবণ গৌরীপুরের ডিলার।
তার গোডাউন থেকে অটোরিকশা করে ৬ বস্তা চাউল বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেলে স্থানীয় লোকজন আটক করে পুলিশকে খবর দেয়। গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ চাউল আটক করেন।