কুমিল্লার দাউদকান্দিতে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি কে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
আজ মঙ্গলবার ভোরবেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগর এলাকায় পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের নিমিত্তে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়িও ব্যক্তি কে তল্লাশি চালানোর সময় ভোরবেলায় ঢাকাগামী ঢাকা মেট্রো-ন- ১৮-৪৩৮১ নম্বরের টাটা সুপার এইস পিকআপ গাড়িটিকে চেকপোস্ট এলাকায় সিগনাল দেওয়া হয়। পুলিশের চেকপোস্ট দেখতে পেয়ে গাড়ির চালক ও তার সাথে থাকা সহযোগী গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে চেকপোষ্টে এলাকাই গাড়িতে গাঁজা রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করে। এসময় তাদের দেখানো অভিনব কৌশলে গাড়িতে রাখা ২ কেজি করে ২০ প্যাকেটে ৪০ কেজি গাজা উদ্ধার করে পুলিশ। এ সময় ২ কারবারি ও গাজা বহনকারী গাড়িটিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাকাজী গ্রামের রমজান আলীর ছেলে সেলিম আহমেদ রুবেল। অপরজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধুবলা গ্রামের এলফান মিয়ার ছেলে মোহন আহমেদ।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় কুমিল্লা বেরিবাদ এলাকা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে পিকআপ যোগে ঢাকা যাচ্ছিল তারা। দাউদকান্দি মডেল থানার ওসি তদন্ত শফিউল ইসলাম জানান, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবালের নির্দেশে, মাদক উদ্ধারে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাজার বড় চালানটি আটক করা সম্ভব হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।