দিনাজপুর সদর উপজেলায় ধানের গাদায় আগুন লেগে পুড়ে গেছে ১২ বিঘা (৬ একর) জমির সুগন্ধি ধান। এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে গাদা করে রাখা সুগন্ধি জাতের কাঠারী ধানে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী। এ সময় তারা নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই ওই এলাকার ৭টি ধানের গাদা পুড়ে যায়। এর ফলে ১২ বিঘা জমির প্রায় ৪ লক্ষাধিক টাকার সুগন্ধি ধানও পুড়ে যায়। ওই গাদাগুলোর মধ্যে ছিল দিলিপ রায়ের ৮ বিঘা জমির ধান, রনজিত রায়ের ২ বিঘা জমির এবং জলধর রায়ের ২ বিঘা জমির ধান।
এ বিষয়ে জলধর রায় বলেন, 'বিকেলে আগুন দেখেই আমরা ফায়ার সার্ভিসকে সংবাদ দেই। কিভাবে আগুন লেগেছে তা বলতে পারি না। তবে শুনেছি ২টি ছেলে নাকি আগুন লাগিয়ে দিয়ে পালিয়েছে। বিষয়টি আমরা পুলিশকেও অবহিত করেছি।'
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, সংবাদ পাওয়ামাত্রই আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেন তিনি।