দিনাজপুরে বেশ কিছু দিন ধরেই বৃষ্টি ঝরছে। গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে মোট ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত ও ৯৭% বাতাসের আদ্রতা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২ এপ্রিল) দিনাজপুর আবহাওয়া অফিস কর্মকর্তা আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত ও ৯৭ শতাংশ বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে। তবে রোববার সকাল ৯টায় জেলা সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
ফরহাদ/অননিউজ