শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দিনাজপুর জেলা ট্রাফিক অফিসের কনফারেন্স রুমে টি.আই.( প্রশাসন) এ.টি.এম. তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় সকল টিআই সাহেবগণ ট্রাফিক ফোর্সদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে টি.আই.( প্রশাসন) এ.টি.এম. তৌহিদুল ইসলাম সকল ট্রাফিক সদস্যকে মনোবল চাঙ্গা রেখে ডিউটি করতে অনুপ্রাণিত করেন এবং ট্রাফিক সদস্যদের বিভিন্ন সমস্যার সমাধান দেন। এ সময় দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।