দিনাজপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
মো: মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর:

দিনাজপুর শহরের অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) আনুমানিক ৫ ঘটিকার সময় ভবনের চতুর্থ তলায় থাকা একটি এসি থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়।ঘটনার সময় ভবনের ভেতরে রোগী, স্বজন ও কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করছিলেন। আগুন দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কেন্দ্রের স্টাফদের দ্রুত পদক্ষেপের কারণে সবাই নিরাপদে নিচে নেমে আসতে সক্ষম হন। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় কিছুক্ষণ অফিস স্টাফ ও ফায়ার সার্ভিসের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
রোগীরা জানার, এসি বিস্ফোরণের শব্দ শোনার পর মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চতুর্থ তলা।তা দেখে আমরা দ্রুত নিছে নামার চেষ্টা করি, অফিস স্টাফদের একান্ত চেষ্টায় আমরা খুব দ্রুত বিভিন্ন রোগীদের নিয়ে নিছে নামতে সক্ষম হই। পরে অফিস স্টাফ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি মেশিনের বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত ঘটে। তবে সঠিক কারণ তদন্ত শেষে জানানো হবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
jn