দিল্লি বা আমেরিকার গোলামীর জন্য ২৪ এ জুলাই অভ্যুত্থান হয়নি- খেলাফত মজলিসের গণসমাবেশে আল্লামা মামুনুল হক
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, দিল্লি বা আমেরিকার গোলামীর জন্য ২৪ এ জুলাই অভ্যুত্থান হয়নি। যুগের নব্য ফেরাউন শেখ হাসিনার উৎখাতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি।আল্লামা সাঈদী সহ যত আলেম ওলামাকে হত্যা করেছে তাদের মাগফিরাত কামনা করছি।।
সংস্কারের নামে ইসলামের সাথে সাংঘর্ষিক কোন আইন জাতি কখনো মেনে নেবেনা।তিনি বিতর্কিত নারী কমিশন বাতিল করার আহ্বান জানান। গনহত্যার বিচার এবং সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচন দিন। আওয়ামী লীগকে পূনর্বাসন করা জুলাই বিপ্লবের সাথে সুষ্পষ্ট বেঈমানী। দিল্লির গোলামির কারণে ফ্যাসিস্ট হাসিনচকে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে দিল্লী পাঠিয়ে দিয়েছেন। দিল্লির পিঞ্জির ভেঙেছি আমেরিকার গোলামির জন্য নয়। আমরা পশ্চিমা বিশ্বের সাথে ভ্রাতৃত্বেের সম্পর্ক গড়তে চাই। কিন্তু কোন দেশের গোলাম হিসেবে নয়।
তিনি আরও বলেন,গত পনের বছর আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীর নামে শতশত মামলা দায়ের করা হয়েছে। বছরের পর বছর আমাদের নেতাকর্মীদের উপর জেল জুলুম চলেছে। আমাদের কোন মামলা প্রত্যাহার করা হয়নি।অথচ অনেক দলের নেতা কর্মীদের সকল মামলা এরর্ই মধ্যে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন,সংস্কারের নামে সময় ক্ষেপন করা যাবেনা। দ্রুত সংস্কার এবং ফ্যাসিবাদের বিচার শেষ করে নির্বাচন দিতে হবে।
বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সরকার এদেশের মানুষের সকল অধিকার লুন্ঠন করেছিল। এখনো ফ্যাসিবাদকে পূনর্বাসন করতে চায় তাদেরকে শাফলা চত্ত্বরে কিভাবে পাখির মত গুলি করে হত্যা করেছিল।শেখ হাসিনা ছিল বিকার গ্ৰস্থ।তার পূনর্বাসন এদেশের মানুষ বরদাস্ত করবে না। বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হবেনা।আগষ্ট বিপ্লবের চেতনা বাস্তবায়ন না করলে ইতিহাস তাদের ক্ষমা করবেনা। তিনি আরো বলেন,বাংলাদেশ থেকে আল্লাহু আকবার শ্লোগান এর চেতনা যারা বিনষ্ট করতে চায় তাদেরকে জাতি ক্ষমা করবেনা।আগামীর বাংলাদেশে তৌহিদী জনতার স্প্রিটকে ধারন করে ক্ষমতায় থাকতে হবে,ক্ষমতায় যেতে হবে। সংবিধান সংশোধনের নামে বহুত্ববাদী সংশোধন এই জাতি মানবেনা। কোরআন বিরোধী কোন আইন আমরা বরদাস্ত করবোনা।নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা তৃতীয় লিঙ্গের প্রজাতি।এরা হাসিনা যা করতে সাহস করেনি তা করতে উদ্যত হয়েছে। ৩রা মে এর আগে নারী কমিশনের প্রস্তাব বাতিল করে এই কমিশন বাতিল করতে হবে। নতুন ফ্যাসিবাদের জম্ম আমরা কখনো সৃষ্টি হতে দিবনা।আগামীর বাংলাদেশ ভারতের আধিপত্য হীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।সরকার প্রধান এদেশের মানুষ যে ভালোবাসা দিয়েছে তার মূল্যায়ন করুন নতুবা ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে দেশবাসী এক মুহুর্ত ভাববেনা।সকল ইসলামী দলকে বলতে চাই,সকল মতপথ ভুলে ঐক্যবদ্ধ ইসলামী দেশ গঠনের জন্য এগিয়ে আসুন।বিএনপি এবং এনসিপির উদ্দেশ্যে বলেন,২৪বিপ্লবের ভিত্তিতে ঐক্য গড়ে তুলতে চাই।সকল ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হতে হবে। বৈষম্যহীন সমাজ গড়তে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়।
বৃহস্পতিবার বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ক্বারী আবু বক্কর ছিদ্দিকের পরিচালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা,অপর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া।এতে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হান্নান,জেলা হেফাজতে ইসলামের আমীর ওমর ফারুক,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবদুর রহিম,জলা ইসলামী আন্দোলন সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূঁইয়া,জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা হাকিম আমীর হোসাইন, সহ-সভাপতি মাওলানা নাজমুল আলম সহ বিভিন্ন উপজেলা সভাপতিগন। সন্চালনায় ছিলেন জেলা সেক্রেটারী মাওলানা ক্বারী আবু বকর ছিদ্দিক, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আবদুল আজিজ ও আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থার সভাপতি মাওলানা আবদুল ফাত্তাহ।
মাসু/অননিউজ২৪