খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলাস্থ মানিকছড়ি উপজেলায় গচ্ছাবিল চৌধুরী পাড়া প্রতিষ্ঠিত মারমা সম্প্রদায়ে আর্থিক প্রতিষ্ঠান দি মারমা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড আয়োজনে বুধবার বিকালে নিজস্ব ভবন অফিস কক্ষে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
দি মারমা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ২০১৪ সালের প্রতিষ্ঠা সময়ে সার্বিক সহয়োগীতা করেছেন ১৪ জন সদস্য । তাদের মধ্যে অন্যতম সদস্য সুইচিংপ্রু মারমা (প্রতিষ্ঠাতা), কংজাই মারমা, উষাচিং চৌধুরী, থোয়াইহ্লাপ্রু মারমা, অংগ্যজাই মারমা, মংবা মারমা, আরেমা মারমা, সাথুই মগ, আথৈ মারমা, পুলুমং মারমা, পাইসানু মারমা, ম্রাসাং মারমাসহ ১৪জনকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুইচিংপ্রু মারমা ও সভাপতি কংজাই মারমা কেক কেটে দি মারমা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ।
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুইচিংপ্রু মারমা বক্তব্য বলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পাহাড়ের বসবাসরত মানুষের আত্মকর্মসংস্থান অভাব রয়েছে। আন্যান্য জেলাতে শিক্ষিত বেকার লোকরা বিভিন্ন মিল কারখানা ও বড় কোম্পানী ফ্যক্টরী প্রতিষ্ঠানে কর্মসংস্থান সুযোগ আছে কিন্তু খাগড়াছড়ি জেলাতে পাহাড়ের জুম চাষ, আদা, হলুদ ও জমি ধান চাষ ছাড়া চোখের পড়ার মতো তেমন মিল কারখানা ও কোম্পানি ফ্যক্টরী প্রতিষ্ঠান না থাকায় দিনদিন শিক্ষিত বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এবং এই বেকারত্ব কিছু লোক বিপদগামী পথে পা বাড়াচ্ছে। সেদিকে যেন বেশী লোক প্রভাবিত হতে না পারে সেজন্য আইজিএ ঋণের আওতায় দি মারমা ক্রেডিট ইউনিয়ন লি: অর্থ বছর পর্যন্ত সাধারণ সদস্যদের চাহিদা ভিত্তিতে পরিবহন বন্ধকী ঋণে মাধ্যমে ইজিবাইক ৫৮টি, মোটরসাইকেল ১২১ টি, সিএনজি ৬টি, জীপ গাড়ি ২টি, কৃষি যন্ত্রপাতি ২৪টি, পানি সেচ পাম্প মেশিন ৭টি, ডিপ টিউওয়েল ও জেনারেটর ৬টি ক্রয় করে দিয়ে পাহাড়ের সাধারণ সদস্যদের আয়ের উৎস তৈরী করে কর্মসংস্থান সুয়োগ করে দিয়েছে দি মারমা ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠান। এলাকায় দূর্ঘম বসবাসরত মারমা সম্প্রদায়ে সদস্যেদের সোলার ঋণের মাধ্যমে ১৯৬টি পরিবারে ঘরে আলোকিত পাশাপাশি তাদের সন্তানদের আলোতে লেখাপড়া সুযোগ হয়েছে।
সভপতি কংজাই মারমা বক্তব্য বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি, উপজেলায় বসবাসরত মারমা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য গুনগত সেবা নিশ্চিতকরন লক্ষ্যে ২০১৪ সালের গচ্ছাবিল ক্রেডিট ইউনিয়ন নামে মানিকছড়ি উপজেলা সদরে গচ্ছাবিল চৌধুরী পাড়াতে মারমা সম্প্রদায়ে আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলেন । ২০১৭ সালের বাংলাদেশ সরকার সমবায় মন্ত্রনালয় নিবন্ধন সময় নাম প্রস্তাবনা করা হয় দি মারমা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড নামে। সুইচিংপ্রু মারমা এই দি মারমা ক্রেডিট ইউনিয়নে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। দি মারমা ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠান শুরুতে ১৪জন নারী পুরুষ সাধারণ সদস্যদের ৩শত ২০ টাকা সঞ্চয় মাধ্যমে আরম্ভ করেন। বর্তমানে ৪ হাজার ৫শত জন নারী পুরুষ সাধারণ সদস্য আছে। সদস্যদের সঞ্চয়ে মূলধন প্রায় ৭ কোটি টাকা। প্রথমে মানিকছড়ি উপজেলা কার্যক্রম শুরু করলেও মারমা সমপ্রদায়ে জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে মারমা জনগোষ্ঠী চাহিদা ভিত্তিতে ক্রেডিট ইউনিয়ন কর্মএলাকায় বৃদ্ধি করে গুইমারা, লক্ষীছড়ি এবং রামগড়সহ ৪টি উপজেলা কার্যক্রম চলমান আছে।
এসময় বক্তব্য রাখেন মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা, শিক্ষা কমিটি সাধারণ সম্পাদক ম্রাসাথোয়াই মারমা, সাধারণ সম্পাদক ম্রাসাথোয়াই মারমা প্রমূখ।
অনুষ্ঠানে দি মারমা ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ব্যবস্থপক (ঋণ) ও সাংবাদিক অংগ্য মারমা, কমিটি সহ সভাপতি সাথুই মগ, সাধারণ সম্পাদক উষাচিং চৌধুরী, কোষাধ্যক্ষ আম্যে মগ, সদস্য উমাপ্রু মারমা, থুইসা মারমা, শিক্ষা কমিটি সহ সভাপতি সুইথোয়াই মারমা, সাধারণ সম্পাদক ম্রাসাথোয়াই মারমা, অভ্যন্তরীন নিরীক্ষা কমিটি সভাপতি চাইহ্লাপ্রু মারমা, আইটি অফিসার পাইপ্রুসাই মারমা,ক্রেডিট অফিসারসহ স্থানীয় গণ্যমান্যসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।