রংপুরের পীরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী।
শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের রংপুর-ঢাকা মহাসড়কের বোর্ডেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রামনাথপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামের আলামিন (৪৫) এবং তার ছেলে মাইন (৪)।
জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এনা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অনিন্দ্য পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাক সাইড নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে উল্টে যায়। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে আলামিন ও তার ছেলে মাইনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ