ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চাটমোহর স্টার মোড় এলাকায় মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
বক্তারা বলেন, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম আহমেদ নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা। যা অমানবিক, নৃশংস ও ঘৃণিত কাজ। দেশের বর্তমান পরিস্থিতিতে এমন বিচার বহির্ভূত হত্যা মেনে নেয়া যায় না। দুটি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা অতিসত্বর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন, হাসানুজ্জামান সবুজ, আসাদুজ্জামান লেবু, শেখ জাবের আল শিহাব, ফয়সাল কবির, রবিউল ইসলাম সুজন, সাজেদুর রহমান সেজান, ওয়াহিদিল সরকার প্রমুখ।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24