প্রশান্ত মহাসাগরে হারিয়ে যাওয়া এক নাবিক ও তার সঙ্গে থাকা একটি কুকুরকে দুই মাস পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। টানা দুই মাস তারা বৃষ্টির পানি ও কাঁচা মাছ খেয়ে বেঁচে ছিলেন। খবর বিবিসির।
সোমবার (১৭ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়ার সিডনি শহরের নাবিক টিম শ্যাডক (৫১)। তার কুকুরের নাম বেলা। চলতি বছরের এপ্রিলে প্রিয় কুকুরটিকে সঙ্গে নিয়ে মেক্সিকো ছেড়ে ফ্রেঞ্চ পলিনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেন শ্যাডক। কিন্তু যাত্রা করার কয়েক সপ্তাহ পর ঝড়ের কারণে তাদের নৌকাটি ক্ষতিগ্রস্ত হয় ও তারা গভীর প্রশান্ত মহাসাগরে আটকা পড়ে। ওই পরিস্থিতিতে টিম শ্যাডক ও তার কুকুর বিশাল-প্রতিকূল উত্তর প্রশান্ত মহাসাগরে দুই মাস ধরে ভাসতে থাকেন। অবশেষে মেক্সিকো উপকূল থেকে যখন তাদের উদ্ধার করা হয়, তখন শ্যাডককে অনেকটাই শুকনা ও মুখে বেশ বড় দাড়ি দেখা যায়।
দীর্ঘ দুইমাস ধরে নিখোঁজ থাকার পর চলতি সপ্তাহে একটি হেলিকপ্টার তাদের দেখতে পায়। পরে একটি মাছ শিকার করা ট্রলারে করে তাদের উদ্ধার করা হয়। ট্রলারে থাকা চিকিৎসকরা অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল নাইন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ওই নাবিকের শারীরিক অবস্থা স্থিতিশীল।তবে দুই মাসে শ্যাডক অনেকখানি শুকিয়ে গেছেন। তাঁর মুখে লম্বা দাঁড়ি দেখা গেছে।
সাক্ষাৎকারে শ্যাডক বলেন, সমুদ্রে অত্যন্ত কঠিন সময় পার করেছি। দীর্ঘ সময় ধরে সাগরে আমি একা ছিলাম। সে কারণে আমার শুধু বিশ্রাম আর ভালো খাবারদাবার প্রয়োজন। তা ছাড়া আমি শারীরিকভাবে সুস্থ আছি।
তিনি জানান, মাছ ধরার সরঞ্জাম তাকে বেঁচে থাকতে সাহায্য করেছিল। এ ছাড়া তার নৌকায় ছাউনি থাকায় রোদে পোড়ার হাত থেকেও বেঁচে যান।
টিম শ্যাডককে উদ্ধার করা ট্রলারটি মেক্সিকোতে ফিরে যাচ্ছে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে ও প্রয়োজনে আরও চিকিৎসা দেওয়া হবে।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com