পটুয়াখালীর বাউফলের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে নবম শ্রেণির শিক্ষার্থীদের ছুরির আঘাতে দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আহাজারিতে ভারী হয়ে উঠছে ইন্দ্রকুল গ্রামের আকাশ-বাতাস। আদরের সন্তান হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে স্বজনরা। বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হত্যার বিচারের দাবি জানাচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এখন পর্যন্ত নিহত দুই শিক্ষার্থীর লাশ বাউফলে এসে পৌছেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছেন বাউফল থানার ওসি আল মামুন।
উল্লেখ্য, বুধবার সকালে বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালীন পায়ে পা লাগাকে কেন্দ্র করে একে অপরকে চর থাপ্পড় মারে। এর জেরে স্কুল ছুটির পর স্কুল সংলগ্ন ব্রীজের কাছে ৯ম শ্রেণির রায়হান গ্যাংরা ১০ম শ্রেণীর মারুফ, সিয়াম এবং নাফিসকে বাড়িতে যাওয়ার পথে তাদের ছুরিকাঘাত করে। এতে তিনজন গুরুতর আহত হলে বরিশাল নেয়ার পথে মারুফ ও নাফিস নিহত হয়। আহত অবস্থায় সিয়ামকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরহাদ/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com