ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে ভুটানে পৌঁছেছেন। দেশটির ‘নেইবারহুড ফার্স্ট’ নীতির অংশ হিসেবে হিমালীয় এ দেশের সাথে ভারতের অনন্য সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে তিনি এ সফরে গেলেন। খবর পিটিআই’র।
খবরে বলা হয়, পারো বিমানবন্দরে পৌঁছলে মোদিকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়।
পারো বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তাকে উষ্ণ অভ্যর্থনা এবং আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
এফআর/অননিউজ