দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন ছাত্রলীগ নেতা

অনলাইন ডেস্ক।।

নড়াইলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাজ্জাদুল ইসলাম নামে এক ছাত্রলীগ নেতা। গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আগদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
সাজ্জাদুল ইসলাম সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির উঠানে এক বালতি পানি ও একটি পাত্রে রাখা দুধ দিয়ে গোসল করেন সাজ্জাদুল। গোসল শেষে ছাত্রলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ ও ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেওয়ার অঙ্গীকার করেন তিনি। এ সময় প্রতিবেশীসহ স্থানীয় অনেক মানুষ সেখানে ভিড় করেন।

সাজ্জাদুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘ ১০ বছর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ক্ষমতায় থাকাকালে দলের কোনো সুযোগ-সুবিধা নেইনি। কারও কোনো ক্ষতিও করিনি। কিন্তু সরকার পতনের পর আমার বাড়ি হামলা-ভাঙচুর হয়েছে। কোনো সহিংস ঘটনায় জড়িত না থেকেও নাশকতার মামলায় জেল খেটেছি। জেলে থাকা অবস্থায় আমার বাবা মারা গেছেন। এখন আমি মনে করছি, মানুষের জীবন ও আত্মসম্মান সবচেয়ে বড়। এসব কারণে সজ্ঞানে স্বেচ্ছায় ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতি নিচ্ছি। শিগগির লিখিত পদত্যাগপত্র জমা দেব।’

প্রত্যক্ষদর্শী আলিমুর বিশ্বাস ও আরাফত মোল্যা জানান, তারা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন সাজ্জাদকে দুধ দিয়ে গোসল করতে দেখতে পান। পরে জিজ্ঞাসা করে গোসলের কারণ জানতে পারেন।

সাজ্জাদুলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁর স্বজনরা। তাঁর ফুপু সোনিয়া বেগম বলেন, দল করতে গিয়ে তারা সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতিপক্ষ তাদের বাড়ি ভাঙচুর করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর কোনো দোষ না করলেও সাজ্জাদকে জেল খাটতে হয়েছে। এ কারণে সে সিদ্ধান্ত নিয়েছে আর রাজনীতি করবে না।

সূত্র:বিডি২৪লাইভ
ই/অননিউজ ২৪

আরো দেখুনঃ