নড়াইল প্রতিনিধি।।
সুষ্ঠু-সুন্দর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী সার্বজনীন পূজা মন্ডপ চত্বরে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বিছালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শনিবার (১৪ অক্টোবর) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানের ব্যক্তিগত পক্ষ থেকে বিছালী ইউনিয়নের ১৪টি পূজা মন্ডপে পাঁচ হাজার করে টাকা অনুদান দেন তিনি।
বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা শ্রমিকলীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান ইমারুল গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল কাদীর উজ্জ্বল, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার বিশ্বাস, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বিশ্বাস, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মনিরুজ্জামান খোকন, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আরমান হোসেন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম টিপু, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ফকির, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্বাস বিশ্বাস, সদস্য তবিবর রহমান বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোতোষ দে, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজ কুমার মল্লিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি এম এম সোহেল রানা, যুগ্মসাধারণ সম্পাদক জিএম মাসুম বিল্লাহ, প্যানেল চেয়ারম্যান মাজহারুল বিশ্বাস, ইউপি সদস্য পান্না বিশ্বাস, খন্দকার মঈন, অসিম কুমার বিশ্বাস, সংরক্ষিত ইউপি সদস্য পারভীন বেগম, হোসনে আরাসহ অনেকে।
এফআর/অননিউজ