দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের শপথে নড়াইলের অঙ্গীকার

নড়াইল প্রতিনিধি

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, যশোরের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় দিবসটি পালন করা হয়।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, যশোর-এর সহকারী পরিচালক মো: আল-আমিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী মানববন্ধন। পরে ডিসি চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরবর্তী সময়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: মনিরুজ্জামান মল্লিক। সভা সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক নড়াইলকণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান।

এদিন “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূর ই-আলম সিদ্দিকী, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, যশোর-এর সহকারী পরিচালক মো: আল-আমিন।

প্রবন্ধের উপর আলোচনা করেন-জেলা বিএনপি’র সহ-সভাপতি অশোক কুন্ডু, স্যালভেশন আর্মীর সিও সমির দত্ত, নড়াইল প্রেসক্লাবের সভাপতি সুলতান মাহমুদ, বৈষম্যবিরোধী আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, সততা সংঘের সদস্য ও নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিল প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সারমিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, নড়াইল সদরের ইউএনও টি. এম. রাহসিন কবির, জেলা আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো: নূরুল আবছার, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মৌসূমী রানী মজুমদার,

পরিশেষে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন সভাপতি মো: মনিরুজ্জামান মল্লিক।

আরো দেখুনঃ