ময়মনসিংহের ফুলপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর সীডস প্রকল্পের উদ্যোগে এবং টিয়া ওয়ার্ড কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধে সচেতনতার লক্ষে এক বির্তক প্রতিযোগীতার আয়োজন করা হয়।
শনিবার (২৫জুন) স্থানীয় পাগলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে এই বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বির্তকের বিষয় ছিলো-“দূর্বল নীতিই দূর্নীতির মূল কারন”। এর পক্ষ দলে অংশগ্রহণ করেন পাগলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছাত্রী সুলতানা, সাদিয়া এবং নাদিরা এবং বিপক্ষ দলে অংশগ্রহণ করেন লাইজু আক্তার, আনারুল হক, রীপা আক্তার।
বির্তক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাগলা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক হারাধন চন্দ্র চক্রবর্ত্তী।
বির্তক অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন পাগলা আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মো: শাহআলম, মো: হালিম ও মো: মঞ্জরুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সম্বনয়কারী মধু সূদন সাহা, কমিউনিটি মোবালাইজার অমল কৃষ্ণ চন্দ এবং এনিমেটর তাসলিমাসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ।
বির্তক প্রতিযোগীয়তায় বিপক্ষ দল বিজয়ী হয় এবং প্রধান বক্তা হিসেবে পুরস্কার পান পক্ষ দলের সুলতানা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।