প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৮:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৩, ১:৩৪ অপরাহ্ণ
দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবলীগ নেতা জামাল হত্যাকে ঘিরে গৌরীপুর বাজারে নিরাপত্তা জোরদার
কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এবং একই উপজেলার নোয়াগাও ( জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে। রবিবার আনুমানিক রাত ৮টায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় এ গুলির ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও আশেপাশের লোকজন জানান, গতকাল রাতে নিহত জামাল হোসেন এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসার নিচে সুমাইয়া কনফেশনারীতে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ৩ জন যুবক বোরখা পরিহিত অবস্থায় জামালকে লক্ষ করে গুলি চালায়। প্রথম গুলিটি মিস হলেও পরের দুটি গুলির একটি মাতায় এবং অপরটি বুকে এসে লাগে। পরক্ষণেই জামাল হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় গুলিবিদ্ধ জামাল হোসেনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মোয়াজ্জেম আহমেদ তাকে মৃত ঘোষনা করেন।
চিকিৎসক বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে, আর কিছু দেখার আগেই স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান।
লাশ এখনো এলাকায় এসে পৌঁছে নি। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে ঘটনা পর থেকেই গৌরীপুর বাজারে র্যাব, পুলিশ, পিবিআই, ডিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছে। এই বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন বলেন, হত্যার রহস্য উন্মোচনে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। বাজারের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে। সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি।
শান্ত/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: [email protected]
www.onnews24.com