নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ৭১জন রোগীকে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৭১ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকার প্রমুখ।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত দূরারোগ্য ব্যধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড , জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এ আর্থিক দেয়া হয়। ছবি সংযুক্ত।
এফআর/অননিউজ