কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত হয়েছে বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল৷ বিদ্যালয়টির সাবেক শিক্ষক মাওলানা আবদুল কাদের প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে দোয়া-মোনাজাত পরিচালনা করেন। পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করেন।
সিনিয়র শিক্ষক মোঃ মনির হোসেন খানের সঞ্চালনায় দোয়া মোনাজাতে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ শাহজাহান। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, ময়নাল হোসেন, চিরঞ্জিত রায়, কামরুজ্জামান, সহকারী শিক্ষক সুমন ভৌমিক, আরেফিন হক, জামাল উদ্দিন, ফজলে রাব্বী।
আসন্ন মাধ্যমিক পরীক্ষায় প্রতিবছরের ন্যায় এবারও সাফল্যের ধারা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রত্যয়ী বিদ্যালয়টির সকল পরীক্ষার্থী। মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা চেয়েছেন সকলের সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে। মিলাদ মাহফিলের সমাপ্তিতে স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের বিগত বছরের পথচলায় অর্জিত শিক্ষা ভবিষ্যতে দেশের মঙ্গলের জন্য প্রয়োগ করতেও উৎসাহিত করা হয়।
এফআর/অননিউজ