দেড় কোটি বাংলাদেশি কনটেন্ট সরিয়ে নিল টিকটক
অনলাইন ডেস্ক।।

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে মোট ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
এর আগে চলতি বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরানো হয়েছিল। ২১ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশে বেশির ভাগ ভিডিও সক্রিয়ভাবেই সরানো হয়, যার মধ্যে ৯৭.৫ শতাংশ ভিডিও আপলোডের ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে।
টিকটক সম্প্রতি ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে এপ্রিল থেকে জুন মাসের তথ্য তুলে ধরা হয়েছে। এতে টিকটকের ইউজারদের জন্য নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ এবং কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনকারী কনটেন্ট শনাক্তকরণের তথ্য প্রকাশ করা হয়েছে।
বিশ্বজুড়ে টিকটক মোট ১৮ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ২২৮টি ভিডিও সরিয়েছে। এর মধ্যে ১৬ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ২৪১টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করা হয়েছে, বাকিগুলো অপসারণ করা হয়েছে। অন্যদিকে যাচাই করার পর ৭৪ লাখ ৫৭ হাজার ৩০৯টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে রাখা হয়েছে। এছাড়া এই প্রান্তিকে টিকটক ৭ কোটি ৬৯ লাখ ৯১ হাজার ৬৬০টি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে। এছাড়া ১৩ বছরের কম বয়সী ২ কোটি ৫৯ লাখ ৪ হাজার ৭০৮টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে প্ল্যাটফর্মটি।
সরিয়ে ফেলা কনটেন্টের মধ্যে ৩০.৬ শতাংশ ছিল সংবেদনশীল বিষয়বস্তু, যা টিকটকের কনটেন্ট পলিসি লঙ্ঘন করে। এছাড়া নিরাপত্তার নীতিমালা লঙ্ঘনের কারণে ১৪ শতাংশ এবং গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে ৬.১ শতাংশ ভিডিও সরানো হয়েছে। এছাড়া ৪৫ শতাংশ ভিডিওকে ভুল তথ্য এবং ২৩.৮ শতাংশ ভিডিওকে এডিট করা বা এআই-জেনারেটেড কনটেন্ট হিসেবে চিহ্নিত করে সরানো হয়েছে।
টিকটক নিয়মিতভাবে এই কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে। যেখানে তাদের কনটেন্ট ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের স্বচ্ছতা সম্পর্কিত তথ্য থাকে। টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের এই রিপোর্ট, টিকটকের কনটেন্ট নীতিমালা, টুলস এবং পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। তথ্যগুলো বাংলা ও ইংরেজি দু’ভাষাতেই পাওয়া যায়।
সূত্রঃindependent
আই/অননিউজ২৪।।