কুমিল্লার দেবিদ্বারে মো. কামাল উদ্দিন নামে এক ইউপি সদস্যকে প্রকাশ্যে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। আহত ইউপি সদস্য বনকুট গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে ও গুনাইঘর দক্ষিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার পৌরসদরের গোমতী আবাসিক এলাকার কফি হাউজের সামনে ওই মারধরের ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, স্থানীয় একটি কুলখানি অনুষ্ঠানে দাওয়াত খেয়ে, অনুষ্ঠানে আগত কয়েকজন বন্ধু নিয়ে মাটিয়া জামে মসজিদে নামাজ পড়েন। নামাজ শেষে বন্ধুরা বিদায় নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায়। তিনি পায়ে হেটে নিউ মার্কেট এলাকায় আসার পথে গোমতী কফি হাউজের সামনে তার উপর দুর্বৃত্তরা লাঠি ও গ্যাসপাইপ নিয়ে অতর্কিত হামলা করে। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) প্রেরণ করেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন মিয়া বলেন, ইউপি সদস্যের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করবো।
এফআর/অননিউজ