কুমিল্লার দেবিদ্বারে ঝরনা বেগম (৪৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী ও প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, নিহত ঝরনার ছেলে শরিফ (২৮) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শরিফ মায়ের মৃত্যুর খবর পেয়ে সৌদি আরব থেকে দেশে ফেরেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ নিহতের স্বামী আব্দুল করিম (৫২) ও প্রেমিক দেলোয়ার হোসেনকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য শনিবার সকালে থানায় আনে।
জিজ্ঞাসাবাদে দেলোয়ার জানান, ঝরনার সাথে তার ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে টাকা লেনদেন নিয়ে মনোমালিন্য চলছিল। অন্যদিকে, স্বামী আব্দুল করিম স্ত্রীর পরকীয়া মেনে নিতে পারছিলেন না এবং এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। আব্দুল করিম পুলিশকে জানান, ঘটনার রাতে তার স্ত্রী ঝরনা বেগম ঘুমের ওষুধ সেবন করেছিলেন কিন্তু তিনি নিজে সেই ওষুধ খাননি।
পুলিশ জানায়, আব্দুল করিমের অসংলগ্ন কথাবার্তা এবং দেলোয়ার হোসেনের পরস্পরবিরোধী বক্তব্যে তাদের সন্দেহ হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, পরকীয়া সম্পর্ক অথবা আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে
সূত্র:বিডি২৪লাইভ
ই/অননিউজ ২৪