কুমিল্লার দেবিদ্বারে সিএনজি স্ট্যান্ড গুলোতে রাজনৈতিক ছত্রছায়ায় জিবির (জেনারেল ব্যালান্স/ সাধারন তহবিল) নামে চাঁদা আদায় করত একটি প্রভাবশালী চক্র। এবার সেই সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজী বন্ধের জন্য মাঠে নেমেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।
বুধবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজী বন্ধের ঘোষণা দেন। এমন ঘোষণার পর বৃহস্পতিবার পৌরসভা মেয়র সাইফুল ইসলাম পৌরসভার অর্ন্তগত সকল স্ট্যান্ডের পুন:নির্ধারিত দরপত্র গ্রহন অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করে দেন। এর আগে জিবি বন্ধের সুপারিশ জানিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে একটি ডিও লেটার পাঠান সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। নির্বাচিত হওয়ার পর এটিই ছিল তাঁর স্বাক্ষরিত প্রথম (ডিও) সুপারিশপত্র। যার নং: ২০২৪/০১।
এদিকে জিবির বন্ধের ঘোষণার পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আনন্দ মিছিল বের করে সিএনজি, অটোরিক্সা ও পিকআপভ্যান চালকরা। মিছিলটি সদর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে নিউ মার্কেট চত্বরে যেয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তাঁরা বলেন, নতুন সংসদ সদস্য আমাদের কথা দিয়েছিলেন, সকল স্ট্যান্ডে জিবি বন্ধ করে দিবেন, তিনি তাঁর কথা রেখেছেন আমরা অনেক খুশি।
স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে পাঠানো ওই (ডিও) সুপারিশপত্র থেকে জানা গেছে, দেবিদ্বার পৌরসভারসহ উপজেলার বেশকিছু সিএনজি, অটোরিক্সা, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স স্ট্যান্ড ইজারা দেওয়ার পক্রিয়া শুরু হয়েছে। ওই স্ট্যান্ডগুলোতে জিবির নামে প্রতিদিন হাজার হাজার টাকা চালকদের কাছ থেকে আদায় করছে একটি চক্র। চালকরাও জিবির ওই টাকা পরিশোধ করতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এছাড়া পৌরসভা কর্তৃপক্ষ যে স্ট্যান্ডগুলোতে ইজারা দেওয়া হয় ওই জায়গাগুলো পৌরসভার নিজস্ব জায়গা নয়। এসব জায়গায় স্ট্যান্ডের ইজারা না দেওয়ার জন্য সুপারিশ জানান সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
এ বিষয়ে পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামীম বলেন, অনিবার্য কারণ:বশত পূর্বনির্ধারিত দরপত্র গ্রহন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে দরপত্র গ্রহনের সময় ও তারিখ জানানো হবে।
এমপি আবুল আজাদ বলেন, আমি সাধারণ মানুষদের কথা দিয়েছিলাম, নির্বাচনে জয়ী হলে সিএনজি স্ট্যান্ডে জিবি আদায়ের নামে চাঁদাবাজী বন্ধ করব। আমি যে কোন মূল্যে এটা করবই। দেবিদ্বারে এখন থেকে কাউকে কোন অন্যায় জুলুম, চাঁদাবাজী করতে দেওয়া হবে না। আমার নাম ভাঙ্গিয়ে যারা এসব করার চেষ্টা করবে আমি তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে সুপারিশ করব। আমার কাছে কোন অন্যায়ের ছাড় নেই। আমি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি, আমি তাদের জন্য কাজ করব।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com