কুমিল্লার দেবিদ্বারে সাইতলা আলহাজ্ব জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ই জুন) সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।
বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সরকারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ভানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন ভূইয়া।
এ সময় আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, সাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আমির হোসেন, ১২নং ভানী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক মোঃ আলী আশরাফ মেম্বার, সাইতলা আলহাজ্ব জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আবুল কালাম আজাদ খোকন প্রমুখ।
একে/অননিউজ২৪