দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে ৩ লক্ষ ৭৪ হাজার ৫২৬জন ভোটের সাংসদ প্রার্থী এবার ১৩ জন। উপজেলা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহর। জনমনে এখন সব প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে নেমেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য পদত্যাগী দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আবুল কালাম ২০২১ সালের ২৮ ফেব্রæয়ারি দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বিজয় হন। নৌকার প্রতিক নিয়ে এমপি প্রার্থী হতে গত দেড় বছর ধরে এলাকায় গণসংযোগ করে সাড়া ফেললেও তিনি দলীয় মনোনয়ন পাননি।
আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। এমপি রাজীব ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ও ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হয়ে বিজয় হন। এর আগে ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান।
দেবিদ্বারে এবার সংসদ সদস্য প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৪ জন। এর মধ্যে ১% সমর্থন সূচক তালিকায় গড়মিল ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় চিকিৎসক ডা.ফেরদৌস খন্দকারের মনোনয়ন বাতিল করেছে জেলা রির্টানিং অফিসার।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনে অংশ নেওয়া ১৩ প্রার্থীর মধ্যে ১১জন দেবিদ্বারে নতুন। তাদেরকে তেমন কেউ চেনেন না। তাদের অনেকেই আগে রাজনীতির মাঠে দেখা যায়নি। নামও শোনা যায়নি। তবে এ আসনে বর্তমান স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদের মধ্যে দ্বিমুখি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট ভোটার আছে ৩ লক্ষ ৭৪ হাজার ৫২৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৯৪ হাজার ২৭৬ এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ২৫০জন। মোট ভোট কেন্দ্র ১১৪ টি।
আওয়ামী লীগ ও দলটির স্বতন্ত্র প্রার্থী ছাড়াও বিভিন্ন দলের প্রার্থী ১১ জন প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির (একাংশ) মনোনীত মোহাম্মদ ইউসুফ আজগর, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র শাহেরা বেগম, তৃণমূল বিএনপির মো. মাহবুুবুল আলম, বাংলাদেশ তরিকত ফেডারেশন এর মো. আজহারুল করিম মুন্সি, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ শফিউল বাদশা, ন্যাশনাল পিপলস পার্টির মো.ইকরাম হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের শিমুল হোসেন, ইসলামিক ঐক্যজোটের রফিকুল্লাহ সাদী, গণফ্রন্টের মো. আলাউদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. নাছির আল মামুন এবং কৃষক শ্রমিক জনতা লীগের সাদিয়া সাবা।
এফআর/অননিউজ