ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বারে ভোট গ্রহণ হবে আগামী ২৯ মে। এ নির্বাচনের ভোট বর্জন করতে লিফলেট বিতরণ করেছে দেবিদ্বার উপজেলা বিএনপির ও এর অঙ্গদলের নেতাকর্মীরা। বুধবার ২২মে সকালে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের কালিকাপুর ও জাফরগঞ্জ স্টেশন এলাকায় এ বিতরণ হয়।
এতে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহীন।
এসময় তারা বলেন, ৭ই জানুয়ারি হয়েছে ডমি নির্বাচন। একই ভাবে এখন আবার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব নির্বাচনে জনগণের সম্পৃক্ততা নেই। আমার দেবিদ্বারের জনগণকে জানিয়ে দিতে চাই একটা অবৈধ সরকার এদেশে ক্ষমতায় আছে। প্রহসনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাই আমরা এসব নির্বাচনে অংশগ্রহণ করি নাই। প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে জনগণ সাড়া দেয়নি। পরের নির্বাচন যাতে সাড়া না দেয়।
লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান। পৌর বিএনপির আহবায়ক ভিপি মাহফুজ, সদস্য সচিব আলীম পাঠান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সফিউল্লাহ আকন্দ মানিক, দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রাকিব প্রমুখ।
এফআর/অননিউজ