দেবিদ্বারে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও চারা গাছ বিতরণ
কুমিল্লা প্রতিনিধি |
কুমিল্লার দেবিদ্বারে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও চারা গাছ বিতরণ করেছে শেখ রাসেল ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে ফেরদৌস খন্দকার কারিগরি স্কুলের হল রাসেল ফাউন্ডেশন দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে এ বিতরণ হয়।
বিতরণে প্রধান অতিথি ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন নিউ ইয়র্ক শাখার সভাপতি ডা. ফেরদৌস খন্দকার। প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান” – বাংলাদেশের বহুল প্রচলিত স্লোগানগুলোর একটি। আসেনন গাছ লাগানোকে আমরা সবাই সমাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলি।
এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার এসএ সরকারি কলেজের প্রভাষক মিতা চৌধুরী।
শেখ রাসেল ফাউন্ডেশন দেবিদ্বার উপজেলা শাখার সহ-সভাপতি ইউনুস শান্তরে সভাপতিত্বে বিতরণে আরো বক্তব্য রাখেন, আমাদের নতুন সময় পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি শাহিদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, রিমা আক্তার প্রমুখ।