কুমিল্লার দেবিদ্বারে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
মুরাদনগর উপজেলা নির্বাচন অফিসার মো.সাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয় প্রকল্প পরিচালক (আইডিইএ) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মতিউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, নাগরিকদের মধ্যে বহু প্রতীক্ষিত উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণের কাজ শুরু হয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার একটি অংশ। বক্তব্য শেষে তিনি বিশিষ্ট ব্যক্তিদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়ার মাধ্যমে বিতরণ কাজের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলায় মোট ৮৬ হাজার ভোটারের মাঝে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ করা হবে। এই জাতীয় পরিচয়পত্রে ২২ ধরনের সেবা পাওয়া যাবে। এবারের স্মার্ট কার্ডে ব্যক্তির নাম (বাংলা ও ইংরেজি), মা-বাবার নাম, জন্মতারিখ ও জাতীয় পরিচয় নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকছে। কার্ডের পেছনে থাকছে ব্যক্তির ভোটার এলাকার ঠিকানা, রক্তের গ্রæপ ও জন্মস্থান। তবে সব মিলিয়ে স্মার্ট কার্ডের মধ্যে থাকা চিপ বা তথ্যভান্ডারে ৩২ ধরনের তথ্য থাকছে, যা মেশিনে পাঠযোগ্য হবে।
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. আবদুস সামাদ।
এফআর/অননিউজ