দেবিদ্বার প্রতিনিধি।।
সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে কুমিল্লার দেবিদ্বারে শান্তুি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ।
রোববার সকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ দলের শত শত নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেয়।
দেখা গেছে, নেতাকর্মীরা মিছিল নিয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও দেবিদ্বার পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করেছে। মিছিল শেষে দেবিদ্বার নিউমার্কেটের মুক্তিযুদ্ধ চত্বরে শান্তুি সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, দেবিদ্বার পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এটি এম মেহেদী হাসান, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিন, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সরকার, দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার গাজী রাসেল বিন সালাম
এ সময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন ভূইয়া মানিক, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউসার অনিক, দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, দেবিদ্বার উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজসহ অনেকে উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ