আসন্ন দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেবিদ্বার উপজেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা মঙ্গলবার বিকালে উপজেলা সদরের ভুইয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল আলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ খান এর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশিদ মামুন।
আরও বক্তব্য রাখেন দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম চেয়ারম্যান, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ইফতেখার ইসলাম তুষার, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন মানিক, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম ভুইয়া, সদস্য মোঃ হানিফ খান, মোঃ কবিরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মোঃ সেলিম মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মৎসজীবি লীগের সভাপতি আবদুল কাইয়ুম শাহিন, গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেল, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমূখ। উক্ত সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ