দেবিদ্বার প্রতিনিধি
দীর্ঘ ২১ বছর পর দেবিদ্বার পৌরসভার নির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে মঙ্গলবার বিকালে সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী আবুল কাশেম চেয়ারম্যান এর নির্বাচনী মতবিনিময় সভা দেবিদ্বার চেয়ারম্যান বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
কাজী আবুল হাসেম মেম্বার এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী আবুল কাশেম চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ সানু মেম্বার, পৌর সহায়তা কমিটির সদস্য মোঃ হাসান আলী, অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ আবু তাহের, দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম শহিদ, জেলা পরিষদ সদস্য ভিপি বাবুল হোসেন রাজু, দেবিদ্বার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন দাস, দেবিদ্বার দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার হায়দার সহ আরো অনেকে।
উক্ত মত বিনিময় সভায় আলোচকগন আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে হাজী আবুল কাশেম চেয়ারম্যান কে নির্বাচিত করতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।