পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেবিদ্বার পৌরসভার ৬ নং ওয়ার্ডে ২৬০ দুস্থ-অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ হয়।
বৃহস্পতিবার সকালে এই বিতরণের উদ্বোধন করেন দেবিদ্বার পৌর মেয়র প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম। পরে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আলিম দিনব্যাপী এই উপহার বিতরণ করেন।
কাউন্সিলর আব্দুল আলিম বলেন, বালিবাড়ি, হামলাবাড়ি ও বারেরারচরের মানুষ আমাকে ভালোবাসে। আমি সব সময় সবার সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার আমার ওয়ার্ডে সঠিক ভাবে বিতরণ করেছি।
মেয়র সাইফুল ইসলাম শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ডিজিএফ কার্ডধারী তিন হাজার ৮১জন গরিব ও অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
এফআর/অননিউজ