দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লাস্থ ‘দেবিদ্বার সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেলে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায়, সাত সদস্যে’র জুরি বোর্ডের সিদ্ধান্তে এই কমিটি ঘোষণা করে সমিতি’র সাবেক সভাপতি মনিরুল ইসলাম মাস্টার।
কমিটিতে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সবেক ভিপি এটিএম মেহেদী হাসন’কে সভাপতি, এডভোকেট হারুনুর রশিদ’কে সাধারণ সম্পাদক, মো. বশির উদ্দিন’কে সাংগঠনিক সম্পাদক করে ৯ সদস্যে’র এই আংশিক কমিটি গঠন করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এ সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠন করার কথা রয়েছে।
কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে মোরশেদুল কবির খোকন, মনিরুজ্জামান রিপন ও মো. আমিরুর ইসলাম, যগ্ম-সাধারণ সম্পাদক পদে হুমায়ন কবির, খোরশেদ আলম ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে নাঈমুল হাসান অপু রযেছেন।
এফআর/অননিউজ