প্রত্যেক জিনিসের উজ্জ্বল দিক দেখবে, অন্ধকারের দিকে তাকাবেনা এই শ্লোগানকে সামনে রেখে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও সহচর দীক্ষা অনুষ্ঠান কুমিল্লা জেলা রোভার এর সহকারী কমিশনার ও কলেজ গালর্স ইন রোভার স্কাউট লিডার ফাতেমা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ ও গ্রুপ কমিটির সভাপতি প্রফেসর মোঃ আজাহারুল হক, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা রোভার এর সম্পাদক মাঈনুদ্দীন খন্দকার, সুজাত আলী সরকারি কলেজ গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. জহির উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজাত আলী সরকারি কলেজ রোভার স্কাউট লিডার ও গ্রুপ কমিটির সম্পাদক সাহেদ ইকবাল চৌধুরী। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ক্যান্টমেন্ট কলেজ রোভার স্কাউট লিডার সহিদুল ইসলাম,কুমিল্লা জেলা কাব স্কাউট লিডার ও বাংলাদেশ স্কাউট এর লিডার ট্রেইনার মো. মিজানুর রহমান,ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট ও কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার শাহরিয়ার রহমান ইমন, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট রোভার তারেক মনোয়ার, গার্লস ইন সিনিয়র রোভার মেট রোভার পুস্পিতা শামীম প্রমুখ