দেবিদ্বার হবে উন্নয়নের রোল মডেল; চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ
কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ মামুন বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে দেবিদ্বার উপজেলাকে সারাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হবে।
বুধবার (১৫ মে) বিকালে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিজোড়া কিন্ডারগার্টেন মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা আবদুল মবিন খন্দকারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মতিন মুন্সী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী তুহিন, উপজেলা জাতীয় পার্টির নেতা আবদুল আউয়াল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুলাহ্ আল-কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর বেগম।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ২৯ মে অনুষ্ঠিতব্য দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এর আগে সকালে উপজেলার বরকাতমা ইউনিয়নের নবিয়াবাদ আল ফালাহ জামে মসজিদ মাঠে, মোহনপুর ইউনিয়নের কুরুইন মাদানিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে এবং পৌরসভার ফতেহাবাদ কালিবাড়ীতে পথসভায় করেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ মামুন।